প্রতিষ্ঠানের ইতিহাস

অবস্থানঃ
শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়টি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি শেরশাহ সড়কের 1 কিলোমিটার পূর্ব দিকে গ্রামীণ এলাকায় অবস্থিত। বিদ্যালয়ের পূর্ব পাশ দিয়া একটি পাকা রাস্তা গিয়েছে ।
সূচনাঃ
নারিকেলবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাবু সুভাষচন্দ্র বিশ্বাস এর বিজয় মিছিল শেষে অত্র এলাকার জনগণ ২৫ নম্বর মালঞ্চির শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করেন।
উক্ত আলোচনা সভায় অত্র এলাকার গুণীজনেরা বাবুর সুভাষচন্দ্র বিশ্বাস চেয়ারম্যান কে উদ্দেশ্য করে প্রস্তাব করেন যে, আমাদের একটি হাইস্কুলের প্রয়োজন। আমাদের এলাকার মেয়েরা দূরের স্কুলে যে লেখাপড়া করতে পারে না। অতএব, আমাদের এখানে একটা হাইস্কুলের একান্ত প্রয়োজন। এলাকাবাসী চেয়ারম্যানের কাছে জোর সুপারিশ করায় চেয়ারম্যান বাবুর সুভাষচন্দ্র বিশ্বাস হাই স্কুল প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক সম্মতি জ্ঞাপন করেন।

এলাকাবাসী শতস্ফুর্ত ভাবে মাঠের পূর্বপ্রান্তে অবস্থিত একটি সমিতির খড়ের ঘরকে প্রথমে বিদ্যালয় হিসেবে ব্যবহার করেন। বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি ও শিক্ষক, ছাত্রছাত্রীর প্রয়োজন। এলাকবাসীর ঐকান্তিক প্রচষ্টোর ফলে প্রশিক্ষণ সহ পাঁচজন শিক্ষক নিয়োগ দেওয়া হলো। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি করা হলো। বিদ্যালয়ের জমি দান করলেন। মোঃ নিছার আলী শিকদার, মদুবর বিশ্বাস, প্রফুল্ল চন্দ্র বিশ্বাস, মোঃ ওয়াজেদ আলী শিকদার, মোঃ আইনায়ার শিকদার ও শচিন্দ্র নাথ হোড়। বিদ্যালয়টি স্থাপিত হয় ০১/০১/১৯৮৪ সালে। ০১/০১/১৯৮৪ বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক বিদ্যাল হিসাবে প্রথম স্বীকৃতি পায়। ১৯৮৬ সালে বিদ্যালয়টি এম পিও ভুক্ত হয়।

০১/০১/১৯৯২ সালে ৯ম শ্রেনি খোলার অনুমতি পায়। ৯ম শ্রেণি খোলার সময় জমি দান করেন সুরেসচন্দ্র মন্ডল নলিন শিকদার, ও শচিন্দ্রনাথ হোড়। ০১/০১/১৯৯৩ সালে ১০ শ্রেণি খোলার অনুমতি পায়। বর্তমানে বিদ্যালয়ের জমির পরিমাণ ১ একর ৭৮ শতাংশ বিদ্যালয়ের খড়ের ঘরটি ধীরে ধীরে আধাপাকা ঘরে পরিণত করা হয়। ২০০২-২০০৩ সালে সরকার কর্তৃক ১৭,৫০,০০০ টাকা ব্যয়ে একটি ভবন নির্মিত হয়।

২০১৫ সালে নিজস্ব অর্থায়নে আরও একটি ভবন নির্মান করা হয়। বর্তমানে বিদ্যালয়ে ১৩ জন শিক্ষক ও ৬ জন কর্মচারী নিয়োগপ্রাপ্ত আছেন। বিদ্যালয়ে ২১৮ জন ছাত্র-ছাত্রী আছে। বিদ্যালয়ে একটি নিয়মিত ম্যানেজিং কমিটি আছে। প্রতিবছর ছাত্র-ছাত্রীরা পাবলিক পরীক্ষা অংশগ্রহন করে এবং ভালো ফলাফল করে।

বিদ্যালয়টির কোড নং ৬১৪৬, এম পিও কোড ৫৫০২২০১৩০৪, ইআইআইএন ১১৫৫৭৩।